Pages

Wednesday, September 7, 2016

bd Apple ID bbfgff gfgf dffd hhh

আইফোন দিয়ে যেকোনো দেশ থেকেই US Store এর জন্য ফ্রী অ্যাপেল আইডি বানিয়ে নিতে যা করবেন (এড্রেস এবং ফোন নাম্বারসহ দেয়া)
পরম দাতা করুনাময় আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। 
Apple ID
ছাড়া কোন অ্যাপস সেটা ফ্রী হলেও ইন্সটল করা যায় না। আর বাংলাদেশের এড্রেস দিয়ে Apple ID বানানো গেলেও যেহেতু বাংলাদেশের জন্য কোন Apple অনুমোদিত App Store নাই তাই সেই অ্যাপেল আইডি দিয়ে কিছুই ইন্সটল করতে পারবেন না ক্রেডিট বা ডেবিট কার্ড ছাড়া। এই পোস্ট দেখে US Store এর জন্য Apple ID বানাতে পারবেন সেটা আপনি যে দেশেই থাকেন না কেন। অন্য কোন App Store আছে সেই দেশের জন্য অ্যাপেল আইডি বানাতে চাইলে এই নিয়ম মতই সেই দেশের ঠিকানা ফোন নাম্বার দিয়ে বানাতে হবে। সবগুলো স্টেপ খুব ভালভাবে দেখুন। অবশ্যই ইন্টারনেট লাগবে। পোস্ট থেকে কোন কিছু নিজে বদলায়া বা না দিয়ে অ্যাপেল আইডি বানালে অ্যাপেল আইডি হয়ত হবে কিন্তু পরে ক্রেডিট বা ডেবিট কার্ড চাইবে, তাই দয়া করে সকল অংশ ভাল করে ফলো করে করবেন




Step 1: প্রথমে আপনার আইফোনের Settings গিয়ে Store অথবা iTunes & App Stores থেকে কোন Apple ID যদি Sign In থাকে তাহলে তা Sign Out করে নিন। Apple ID তে ক্লিক করলেই Sign Out অপশন আসবে। কারণ কোন আইডি Sign In থাকলে নতুন আইডি বানানো যাবে না। এখানে Create New Apple ID অপশন আছে যা দিয়ে Apple ID বানাতে যাবেন না। তাহলে আপনার Credit or Debit Card এর ইনফর্মেশন চাইবে। যদি অ্যাপেল আইডি সাইন ইন করা না থাকে তাহলে পরের স্টেপ দেখুন



Step 2: আপনার আইফোন এর App Store অ্যাপস ওপেন করে Search গিয়ে Speedtest বা যেকোনো ফ্রী অ্যাপসের নাম লিখে সার্চ দিয়ে অ্যাপস এর Get তে(Get লেখা না থাকলে হবে না) টাচ করে Install App টাচ করলে কয়েকটা অপশন আসবে তা থেকে Create New Apple ID তে ক্লিক করুন





Step 3: এখানে Country or Region থেকে Store United States থাকলে Next চাপার পর Send by Email না চেপে নিচের দিকে Agree তারপর আবার Agree তে চাপুন। যদি United States না থাকে তাহলে এই নিয়মে অ্যাপেল আইডি বানাতে পারবেন না। কারণ যে দেশ থাকবে সেই দেশের এড্রেস দিতে হবে। অন্য দেশ থাকলে তা বদলিয়ে United States সিলেক্ট করে নিন


Step 4: এখানে আপনার নিজের ইমেইল এড্রেস দিন যেটা আগে কখনো অ্যাপেল আইডি বানানোর জন্য ব্যাবহার করা হয় নি (সেই ইমেইল এর পাসওয়ার্ড জানা থাকতে হবে যাতে কোন ইমেইল পাঠালে দেখতে পারেন) এবার Apple ID এর জন্য নতুন পাসওয়ার্ড (যার মধ্যে একটা বড় হাতের এবং একটা ছোট হাতের English Letter এবং একটা নাম্বার থাকতে হবে) দিন। পরের লাইনে একই পাসওয়ার্ড আবার দিন

Step 5: এখানে আপনার পছন্দমত তিনটা প্রশ্ন বাছাই করে তাদের উত্তর দিন। এই উত্তর গুলো অবশ্যই মনে রাখবেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে এই উত্তর চাইবে তাই কোথাও লিখে রাখুন। Optional Rescue Email কেউ দিতে চাইলে আপনার অন্য কোন ইমেইল এড্রেস দিন যেটা আগে কোন অ্যাপেল আইডির জন্য ব্যাবহার করা হয় নি, না দিলে খালি রাখুন তাতে কোন সমস্যা নেই



Step6: এবার আপনার জন্ম তারিখ দিন। প্রথমে মাস তারপর দিন তারপর জন্মসাল দিন। এখন নিচের যে দুইটা Subcribe অপশন অন করা আছে তা অফ করে দিন। কারণ এই দুইটা অন থাকলে আপনার ইমেইলে তারা ইমেইল পাঠাবে কোন অ্যাপেল নিউজ থাকলে যা তেমন একটা দরকার নেই
Step 7: এখান থেকে Next চাপার পর এখানে None  আগে থেকেই টিক দেয়া থাকবে। আর Code এর জায়গায় কিছু লিখতে হবে না। তারপর নিচের গুলো আমি যেভাবে লিখেছি ঠিক সেভাবে পুরন করুন। আর যদি কারো আমেরিকার অন্য কোন এড্রেস জানা থাকে তাও ব্যাবহার করতে পারেন।
Title: Mr or Mrs (
এখানে কোন কিছু সিলেক্ট না করলে হবে নাতাহলে পরে ক্রেডিট কার্ড চাইবে)
First Name: 
আপনার নামের প্রথম অংশ (যেমনঃ MD বা Mohammad)
Last Name: 
আপনার নামের শেষ অংশ (যেমনঃ Hossain)
Address: 1 
থেকে 2096 এর মধ্যে যেকোনো নাম্বার তারপর Davidson Ave (যেভাবে লেখা আছে সেভাবে লিখুন)
Address: 
কিছু দিতে হবে না।
City: Bronx (
যেভাবে লিখা আছে সেভাবে লিখুন)
State: NY 
মানে নিউ ইয়র্ক স্টেট
Zip Code: 10453
Phone: 
প্রথমে 347 তারপর 420-....(যেকোনো  ডিজিটের নাম্বারলিখুন। 
দিয়ে Next চাপলেই আপনার ইমেইল Verification এর জন্য আপনার ইমেইল  আপনাকে একটা ইমেইল পাঠাবে



Step 8: এবার আপনি যে ইমেইল এড্রেস দিয়ে অ্যাপেল আইডি খুলেছেন তা ওপেন করুন। দেখবেন আপনার ইমেইলে অ্যাপেল থেকে একটা ইমেইল এসেছে। সেই ইমেইল ওপেন করে Verify Now ক্লিক করলে আপনাকে যে পেজে নিয়ে যাবে বা যে পেজ ওপেন হবে তাতে আপনি যে ইমেইল দিয়ে অ্যাপেল আইডি বানাইছেন সেই ইমেইল এড্রেস আর অ্যাপেল আইডির জন্য যে পাসওয়ার্ড বানিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে Verify করলেই হয়ে গেল আপনার নতুন অ্যাপল আইডি। এখন App Store অ্যাপস থেকে একটা ফ্রী অ্যাপস ইন্সটল করে দেখেন অ্যাপেল আইডি দিয়ে অ্যাপস ইন্সটল করতে পারছেন কিনা